আজ ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

পথ শিশুর আর্তনাদ

পথ শিশুর আর্তনাদ
————————————-
চারিদিকে কঠোর লকডাউন
প্রতিনিয়ত বাড়ছে হাজারো নিয়ম-কানুন
সবাই বলে ঘরে থাকো,
মোরা পথশিশু মোদের ঘরে নাইকো
কোথাও নাই আমাদের মতো পথশিশুর ঠাই ,
করোনার এই মহামারিতে আমরা কোথায়বা যায়।

       পুলিশ পিটাবে যদি আমরা থাকি ফুটপাতে 
  গালি দিয়ে বলবে থাকতে পারিসনে বাড়িতে,
       আর যদি কারো বাসার সামনে থাকি আমরা- 
  তবে অনেক মারবে বাবুরা।
        ঘরে থাকো-সুস্থ থাকো সর্বদা বলছো তোমরা, আমাদের ঘর নেই,কোথায় থাকবো আমরা পথশিশুরা?


        ছয় দিন যাবৎ কোনো অন্ন জোটেনি 
 এই ক্ষুদ্র পেটে কিছুই পড়েনি,
       ডাস্টবিনে শতো খুঁজেও পায়নি কোনো খাবার
তবে বাবুদের কাছ থেকে পেয়েছি অনেক অত্যাচার।


      পথে থাকার অপরাধে পুলিশ মেরেছে 

আর সহ্য করতে পারছিনা, আজ অনেক ব্যথা হচ্ছে,
পুলিশের অত্যাচার আর দীর্ঘদিন অভুক্ত থাকাই-
তবে আমরা পথশিশুরা এই মহামারী কে কেমনে ডরাই।

তোমরা কি আমাদের আর্তনাদ শুনতে পাওনা?      
    এই অশ্রুসিক্ত নয়ন দেখে কি মায়া হয় না?

কলমে: সুমাইয়া ইসলাম রোজা
তারিখ:১৪/০৭/২০২১
Published: Md. Imran Hossain Emmu

Leave a Reply

     এই বিভাগের আরও খবর