আজ ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

বেনাপোল মুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ আইয়ুব হোসেন,পক্ষী, বেনাপোল প্রতিনিধি : মহান মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা যশোর। তারই ধারাবাহিতায় ৩রা ডিসেম্বর ‘বেনাপোল মুক্ত’ দিবস উপলক্ষ্যে বেনাপোল মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে বেনাপোল মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেনাপোল ও পুটখালী মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহআলম হালদার।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাহাদুরপুর ডেপুটি কমান্ডার দীন মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধ আব্দুল মান্নান ও বীর মুক্তিযোদ্ধা আবু সামাহ। উক্ত অনুষ্ঠানে বেনাপোল মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর আহ্বায়ক কামরুজ্জামান তরুর সভাপতিত্তে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ফারুক হোসেন উজ্জল, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পক্ষ থেকে হাশেম আলী, জাহিদ হাসান, লিটন হোসেন, বাবলুর রহমান, শফিউর রহমান, জিল্লুর রহমান, ওসমান আলী, শরীফ হোসেন সহ আরো অনেকে।

Leave a Reply

     এই বিভাগের আরও খবর