আজ ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

সকল সাংবাদিক দের উদ্দেশ্যে খোলা চিঠি।

শহীদের রক্তের চাইতে কলমের কালির মূল্যায়ন বেশী। সেই কলমের সঠিক ব্যবহার করে থাকে আপনাদের মত দেশের কৃতি সন্তান কলম সৈনিক।দেশের অন্যায়,দুর্নীতি, সাফল্য সব কিছু মানুষের নাগালে পৌছে যায় আপনাদের মাধ্যমে।ভাষা আন্দোলন, ১৯৭১ সালে দেশের স্বাধীনতা যুদ্ধ সহ করোনা কালীন সময়ে জীবনের ঝুকি নিয়ে সংবাদ সংগ্রহ সহ অজস্র অবদান আছে আপনাদের।আমরা কারিগরী পেশাজীবি উদ্দোগ নিয়েছি মুঠোফোনের দ্বারা সংঘটিত অপরাধ দমন করে এ পেশার সম্মান ফিরিয়ে আনবো। দেশের কল্যানে ব্যবহার করবো আমাদের এ শিল্প।আমাদের উদ্দেশ্য বাস্তবায়ন সম্ভব সকলের সহযোগিতার মাধ্যমে,সরকার, সাধারন জনগন,প্রশাসন, আপনাদের মত কলম সৈনিক যারা আছেন।আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা সফল হতে পারে আপনাদের প্রচারের মাধ্যমে। আশাকরি আমার বন্ধু তালিকায় যুক্ত সকল সাংবাদিক BCPRTA কে সকল প্রকার সহযোগিতা করবেন।আপনারা এ দেশের গর্বিত কলম সৈনিক। বিনিত নিবেদক BCPRTA এর পক্ষে হাজবুল আলম জুলিয়েট

Leave a Reply

     এই বিভাগের আরও খবর