নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহ বুধবার ২৮ এপ্রিল ২০২১: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে কমিটি ঘোষণাকরণ উপলক্ষে আলোচনা সভা ও পবিত্র মাহে রমজানের মাস উপলক্ষে সাংবাদিকদের সম্মানে ইফতার বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার (২৮শে এপ্রিল) বিকাল ৪টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাব উদ্দীন মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশ মেয়র মো : ইকরামুল হক টিটু।বাংলাদেশকে মফস্বল সাংবাদিক ফোরাম ময়মনসিংহের সমন্বয়ক শিবলী সাদিক খানের সভাপতিত্বে ওয়াহিদুজ্জামান আরজুর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্ভোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড, মোয়াজ্জেম হোসেন বাবুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর জাতীয় পার্টির জাহাঙ্গীর আহমেদ সভাপতি মহানগর জাতীয় পার্টি, ময়মনসিংহ ছাড়াও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামকেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর টেলিকনফারেন্সে অংশগ্রহণ করে ময়মনসিংহ জেলা শাখার নতুন এই কমিটি আগামি একবছরের জন্য ঘোষণা দেন। বিএমএসএফের কমিটিতে শিবলি সাদিক খানকে সভাপতি ও আরজুকে সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্টি অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ময়মনসিংহ জেলা সমন্বয়কারি শিবলী সাদিক খান। সভায় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে- চাই সামাজিক দায়বদ্ধতামূলক সাংবাদিকতা শ্লোগান বাস্তবায়নে আগামী ১-৭মে ৫ম জাতীয় গণমাধ্যম- সপ্তাহ-২০২১ আলোচনা সভা ও প্রচারাভিযানকে সফল করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
You must be logged in to post a comment.