আজ ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

বড় সভা বাতিল করলেন মমতা

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কলকাতায় ২৬ ও ২৯ এপ্রিল দুদফায় ভোট থাকলেও কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে কলকাতায় সমস্ত বড় সভা বাতিল করার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ডেরেক ও ব্রায়েনের টুইটবার্তার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ কথা জানিয়েছে।

ভারতে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে পরিস্থিতি আরও অবনতি হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মমতা।

পশ্চিমবঙ্গে আট দফা ভোটের মধ্যে পাঁচ দফায় ভোট অনুষ্ঠিত হয়েছে। এখন কলকাতায় হবে দুই দফা ভোট। যার প্রথম দফা হবে ২৬ এপ্রিল। তবে মহামারি নিয়ন্ত্রণে ভোটের নির্বাচনি প্রচারে রাশ টেনে ধরতে চাইছেন মমতা।

ডেরেক ও ব্রায়েন জানিয়েছেন, কলকাতায় নির্বাচনি প্রচারের একেবারে শেষে একটি প্রতীকী সভার মধ্য দিয়ে প্রচারের ইতি টানবেন মমতা বন্দোপাধ্যায়।

Leave a Reply

     এই বিভাগের আরও খবর