চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে নিজেদের ঘরের মাঠে লিভারপুলকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। আর এর মাধ্যমে রিয়াল সেমির পথে অনেক এগিয়ে গেল। ম্যাচটিতে রিয়াল মাদ্রিদের হয়ে জোড়া গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। ২৭ ও ৬৫ মিনিটের সময় গোলদুটো করেন তিনি। অপর গোলটি ৩৬ মিনিটের সময় করেন মার্কো আসোসনিও।
অপরদিকে লিভারপুলের হয়ে ৫২ মিনিটের সময় গোল করেন মোহাম্মদ সালাহ। রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬টি নক আউট পর্বে প্রথম লেগের ম্যাচে জয় পাওয়ার পর ১৫ বারই পরবর্তী রাউন্ডে গেছে। আর এবার রেডদের বিপক্ষে বড় জয় তুলে নেয়ায় এবারো তাদের সেমিতে যাওয়ার সম্ভাবনা বেশি।
এদিকে ২০ বছর ২৬৮ দিন বয়সী ভিনিসিয়াস জুনিয়র রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে এ প্রথম গোল করেছেন। এর মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের হয়ে দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল করেছেন তিনি। ১৯৯০ সালে রাউলের পর তিনি রিয়ালের হয়ে নতুন এ কীর্তি গড়েছেন।
You must be logged in to post a comment.