শাহিন আলম, সাতক্ষীরা: সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর গ্রামের শালিকার ডাঙ্গায় সনাতন ধর্মলাম্বীদের নামযজ্ঞ বন্ধ হয়েছে। সরজমিনে গিয়ে দেখা যায়, ভালুকা চাঁদপুর শালিকার ডাঙ্গায় সনাতন ধর্মলাম্বীরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের কার্যলয়ের গত ইং ২৯ মার্চ ২০২১ তারিখের ০৩.০০.২৬৯০.০৮২.৪৬.০২৫.২০২১.১২৪ নম্বর স্মারকে ১৮ দফা নিয়মনীতিতে তোয়াক্কা না করে শালিকার ডাঙ্গা পূজা মন্দির কমিটির নির্মল মন্ডল, সুভাষ বিশ^াস, মঙ্গল সানা, শ্রী অনাথ, মিঠু, গবি সরকার, প্রভাষ বিশ^াস ও বিমল বিশ^াস গংরা সরকারি নির্দেশনা স্বাস্থ্য বিধি অমান্য করে প্রকাশ্যে নামযজ্ঞের আয়োজন করছিল। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কিছু ব্যক্তিরা তাদেরকে নিষেধ করার শ^র্তেও পূজা মন্দির কমিটি তাদের নিজেদের ক্ষমতাবলে নামযজ্ঞ কায্যক্রম রমা রমা ভাবে করছিল। খবর পেয়ে সাংবাদিকরা নামযজ্ঞ অনুষ্ঠানে যেয়ে দেখে উত্তেজনা পূর্ণ অনুষ্ঠানটিতে লোক জনে কানায় কানায় পরিপূর্ণ। অধিকাংশ ব্যক্তিদের মুখে মাস্ক নেয়। সাংবাদিকরা পূজা মন্দির কমিটিকে নিষেধ করলে তারা সংখ্যলঘুকে পূজি করে উত্তেজনা হয়ে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিতে থাকে। তাৎক্ষণিক গণমাধ্যম কর্মীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালকে বিষয়টি অবহিত করলে কিছুক্ষণের মধ্যে নামযজ্ঞ অনুষ্ঠানটি বন্ধ করে দেয়।
You must be logged in to post a comment.