জাহাঙ্গীর আলম (শ্যামনগর প্রতিনিধি): শ্যামনগর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদারের বিরুদ্ধে দূর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। করোনাকালীন সময়ে বাংলাদেশ সরকারের দেওয়া প্রকৃত ঘের মালিকদের আর্থিক সাহায্যের জন্য টাকা দেওয়া হলেও টাকা গুলো প্রকৃত ঘের মালিক না পেয়ে ৩০০০_৫০০০ হাজার টাকা ঘুষ নিয়ে যাদের ঘের নেই তারা পেয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ঘের মালিকরা। এ বিষয় নিয়ে তারা বিভিন্ন এলাকাতে মানববন্ধন ও করেছে।কিন্তু এখনও পর্যন্ত তারা কোনো সুষ্ঠু তদন্ত ও বিচার কিছুই পায়নি। প্রকৃত ঘের মালিকরা যাহাতে তাদের দেওয়া সহযোগিতা হতে বঞ্চিত না হয়। এবং যাদের টাকা তারা যেনো পায় এ বিষয়ে উদ্ধোতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেন।
You must be logged in to post a comment.