ময়মনসিংহ প্রতিনিধি :-
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খিলগাতি মিলনগন্জ বাজারে রক্তিম ময়মনসিংহ উদোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও মাক্স বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ,জেড,এম,ইমাম উদ্দিন মুক্তা। আল আমিন মোল্লা সভাপতিত্ব এতে আরও উপস্থিত ছিলেন মে ওয়াজেদ আলী মোল্লা( সুরুজ),সাজ্জাদ সরকার, মো আসিফ আল চমক,মো হামিদুর রহমান চয়ন,এম,জে এইচ নোমান,সামিয়া ইসলাম,মো আব্দুল বাতেন (মিশু) মো মেহেদী হাসান তুহিন,অনুষ্ঠানটি সার্বিক সহায়তা ও সৌজন্যে ছিলেন মোঃ রেজাউল করিম (উপদেষ্টা রক্তিম ময়মনসিংহ)
Leave a Reply
You must be logged in to post a comment.