ক্ষেতলাল(জয়পুরহাট) প্রতিনিধিঃ-
সারাদেশের ন্যায় জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলাও যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস পালিত।
দিবসটি উদযাপন উপলক্ষে,
২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে
উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন,ক্ষেতলাল পৌরসভা,উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, পৌর আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সেচ্ছাসেবী সংগঠন।
পুষ্পস্তবক অর্পণ শেষে,ক্ষেতলাল উপজেলা কেন্দ্রীয় মসজিদের ইমামের নেতৃত্বে শহীদ মিনারের সামনেই ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারীর এইদিনে যারা মাতৃভাষার জন্য জীবন দিয়েছিল সেইসকল ভাষাশহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এছাড়াও উপজেলার প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এদিকে উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, উপজেলার প্রায় প্রতিটি বাজারেই বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস উদযাপনে জাতীয় পতাকা উত্তলিত করে রাখে।
Leave a Reply
You must be logged in to post a comment.