মোঃ ইমরান হুসাইন,স্টাফ রির্পোটার: যশোর জেলার কেশবপুর সাগরদাড়ীঁতে বাংলা সাহিত্যের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির আবক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের আয়োজনে ২৫শে জানুয়ারী ২০২১ খ্রিঃ সোমবার কেশবপুরের সাগরদাঁড়ির মধুমঞ্চে এ অনুষ্ঠান করা হয়। কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান। বক্তব্যে প্রধান অতিথি বলেন, বাংলা সাহিত্য কে আধুনিকতায় এনেছেন মহাকবি মাইকেল মদূসূদন দত্ত, স্বদেশ চেতনা ধারক ও বাহক ছিলেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। তিনি ছিলেন একজন খাঁটি বাঙালি মানুষ। তিনি আরো বলেন বাংলা তার মাতৃভাষা, বাঙালি তার বিশ্বাসের জায়গা, তিনি ছিলেন বাংলা সাহিত্যের প্রবর্তক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দীন, মধুসূদন একাডেমির পরিচালক কবি ও মধু গবেষক খসরু পারভেজ, আবু শারাফ সাদেক কারিগরি কলেজের প্রভাষক কানাইলাল ভট্টাচার্য্য, সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুস্তাফিজুল ইসলাম মুক্ত। স্বাগত বক্তব্য রাখেন, মহাকবির জন্মবার্ষিকী উদযাপন কমিটির আহŸায়ক স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ-পরিচালক হুসাইন শওকত। যশোর জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ-পরিচালক হুসাইন শওকত মহাকবির আবক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি শিক্ষা অফিসার মাসুদুর রহমান ও শিক্ষক উজ্জ্বল ব্যানার্জী । করোনা ভাইরাস (কোভিড ১৯)’র কারণের এ অনুষ্ঠান বিকাল ৩টায় উদ্বোধন হয়ে সন্ধ্যা ৬টায় শেষ হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.