তুহিন হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার মনোহরনগর গ্রামে একটি পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছের ক্ষতিসাধন করেছে প্রতিপক্ষরা। পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার মনোহরনগর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে গত ১২ জানুয়ারী পাঁজিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সালেহা বেগমের পুকুরে প্রতিপক্ষ শাহিনুর রহমান ও আহাদ মোড়ল গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে। যার ফলে পুকুরের সকল মাছ মরে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সালেহা বেগম প্রতিপক্ষ শাহিনুর রহমান ও আহাদ মোড়লের বিরুদ্ধে পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেছেন। এব্যাপারে পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল জানান, অভিযোগটি পেয়েছি যা তদন্তাধীন রয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.