মোঃ ইমরান হুসাইন, স্টাফ রির্পোটার: যশোর জেলার কেশবপুরে উপজেলা প্রশাসন, কেশবপুর একাদশ ও ব্যাংকার্স এসোসিয়েশন অফ কেশবপুর একাদশের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার কেশবপুর উপজেলা পাবলিক মাঠে ১৬ ওভারের এই প্রীতি ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন, কেশবপুর একাদশের অধিনায়কের দায়িত্ব পালন করেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এম.আরাফাত হোসেন অপরদিকে ব্যাংকার্স এসোসিয়েশন অফ কেশবপুর একাদশের অধিনায়কের দায়িত্ব পালন করেন বাংলাদেশ কৃষি ব্যাংক, হাসানপুর শাখার (কেশবপুর) ম্যানেজার মোঃ কামরুজ্জামান (অভি)। প্রীতি ক্রিকেট ম্যাচে আম্পায়ারিং করেন মাহামুদুর রহমান শাওন ও মাসুদ হোসেন অপু এবং স্কোর বোর্ডের দায়িত্বে ছিলেন মাহফুজুর রহমান ও মাহামুদুল হাসান। ব্যাংকার্স এসোসিয়েশন অফ কেশবপুর একাদশ টর্সে জিতে ব্যাটিং করে অল আউট হয়ে ১২৫ রান করে উপজেলা প্রশাসন, কেশবপুর একাদশকে ১২৬ রানের টার্গেট দেয়। পরবর্তীতে উপজেলা প্রশাসন, কেশবপুর একাদশ ১২৬ রানের টার্গেট নিয়ে ব্যাটিং করে ১৬ ওভারে ৯ উইকেটে ১০৭ রান করে ব্যাংকার্স এসোসিয়েশন অফ কেশবপুরের কাছে ১৮ রানে হেরে যায়।
Leave a Reply
You must be logged in to post a comment.