তুহিন হোসেন-কেশবপুর প্রতিনিধি(যশোর)
যশোরের কেশবপুর পৌর সভার আগামী নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুলের আয়োজনে তার বাড়ির আঙ্গিনায় পৌরসভার ৯নং ওয়ার্ডের ৫ শতাধিক মহিলা কর্মীদের এক সমাবেশ শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। কর্মী সমাবেশে আগামী পৌরসভা নির্বাচনে আবারও ৯নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল। আরো বক্তব্য রাখেন যুবনেতা মেহেদী হাসান, মহিলা নেত্রী রেখা বেগম, আনোয়ারা বেগম, সাইরা বেগম, মমতাজ বেগম, তমা বেগম প্রমুখ।
বক্তব্যে পৌর কাউন্সিলর শেখ এবাদাত সিদ্দিক বিপুল বলেন, আমি সুখে-দুখে আপনাদের পাশে ছিলাম, আছি এবং আগামীও থাকবো। আমি সারাজীবন আপনাদের সেবা করে যেতে চাই।
তিনি আরো বলেন, সবসময় আপনারা আমার পাশে ছিলেন এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আমি সব সময় আপনাদের সম্মানের প্রতি শ্রদ্ধাশীল। বালিয়াডাঙ্গা ওয়ার্ডে যে ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামীতেও তার ধারাবাহিকতা বজায় থাকবে।
Leave a Reply
You must be logged in to post a comment.