আশাশুনি প্রতিনিধি:-
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের মধ্যম বড়দলে কপোতাক্ষ নদীতে রেনুপোনা ধরার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে একজনকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এঘটনায় ৫টি অবৈধ জাল জব্দ করে বিনষ্ট ও মাছের পোনা নদীতে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার সকালে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আনুলিয়া ইউনিয়নের একসরা গ্রামের আব্দুল্লাহ এর ছেলে আনিসুর রহমানকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, সহকারী মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ক্ষেত্র সহকারী লিটু ঘোষ, অফিস সহকারি মোস্তাফিজুর রহমান ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।
Leave a Reply
You must be logged in to post a comment.