মোঃ আইয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল পোর্ট থানার বিভিন্ন স্থান থেকে ১০০ পিচ ইয়াবা, ২২ বোতল ভারতীয় ফেন্সিডিল,৬ বোতল ভারতীয় মদ সহ ৭ জনকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। মঙ্গলবার ১২ জানুয়ারী সারাদিন ব্যাপি বেনাপোলের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন বেনাপোল পোর্ট থানার এস আই রোকনুজ্জামান, এস আই মোস্তাফিজুর রহমান, এএস আই মাসুম পারভেজ, এএস আই আতিয়ার রহমান৷ আটককৃতরা হলেন বেনাপোল রঘুনাথপুর গ্রামের মৃত কাউছার আলীর পুত্র রিয়াজুল ইসলাম রিয়াজুল ইসলাম (৪০) বোয়ালিয়া গ্রামের আবুল মোল্লার পুত্র জাকির হোসেন (৩৫) যশোর বাহাদুরপুর গ্রামের মহাসিনের পুত্র জাহিদ হাসান (৩০) মৃত আক্তার হোসেনের পুত্র হযরত আলী (২৬) যশোর পালবাড়ীর আলী হোসেনের পুত্র মসিউর রহমান (৩৫)পাড় করফা, কাশীয়ানী থানার মৃত তৈয়বুর রহমানের পুত্র মিল্টন রহমান ও যশোর কোতয়ালীর বানিয়াবহু গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র শাহিন (৩৪)বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান বলেন, সারাদিন ব্যাপী “গোপন সংবাদে অভিযান চালিয়ে ইয়াবা,ভারতীয় ফেন্সিডিল ও মদ সহ ৭ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
Leave a Reply
You must be logged in to post a comment.