ইব্রাহীম খলিল: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ( নৌকার মনোনয়ন প্রত্যাশী ) বিজয় কুমার ঘোষ, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেছেন। ১২ জানুয়ারী মঙ্গলবার বিকাল ৪টায় কুলিয়া মৎস সেডে সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অর্থ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ: গফফার সরদারের সভাপতিত্বে উক্ত নির্বাচনী মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কুলিয়া ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান দেবহাটা উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধার সন্তান বাবু বিজয় কুমার ঘোষ, কুলিয়া ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক, বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য মিজানুর রহমান,রবিউল সানা, অহিদুল ইসলাম প্রমুখ। সভায় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান গন মুক্তিযোদ্ধা সন্তান বিজয় ঘোষকে সর্বাত্বক সহযোগিতা করার আশ^াস প্রদান করেন এবং মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার্থে স্বচ্ছ ও ন্যায় ভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যাক্ত করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কুলিয়া ইউনিয়ন শাখার সভাপতি ডাঃ মনিরুজ্জামান মনি।
Leave a Reply
You must be logged in to post a comment.