আজ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

দিনাজপুর-০৪ আসনের আওয়ামী লীগ এর মনোনয়ন প্রত্যাশী জ্যোতিষ চন্দ্র রায়ের গণসংযোগ ও উন্নয়ন ও শান্তি সমাবেশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-০৪ (খানসামা-চিরিরবন্দর) মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সাবেক ব্যাক্তিগত নিয়ে নিরাপত্তা সহকারী, সহ সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ চিরিরবন্দর উপজেলা শাখা ও ভাইস চেয়ারম্যান চিরিরবন্দর উপজেলা পরিষদ শ্রী জ্যোতিষ চন্দ্র রায়।

১১ অক্টোবর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার ঘুঘুরাতলি ঈদগাহ মাঠ থেকে এক বর্ণাঢ্য রেলী রাজনৈতিক বের করে শহর গ্রামগঞ্জ প্রদক্ষীন করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং সকলের কাছে দোয়া চেয়ে গণসংযোগ করেন।গণসংযোগকালে তিনি বলেন বঙ্গবন্ধুর মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের চলমান উন্নয়নের ধারাবাহিকতায় চিরিরবন্দর খানসামার উন্নয়নকে ত্বরান্বিত করতে দিনাজপুর-০৪ আসনে নির্বাচনে অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেছেন।ডিজিটাল বাংলাদেশের রুপরেখায় চিরিরবন্দর খানসামা উপজেলাকে অর্থনৈতিক অঞ্চলে রপান্তরিত করে আধুনিক এবং মডেল উপজেলা হিসেবে বাংলাদেশের মানচিত্রে অধিষ্ঠিত করার দৃঢ় প্রত্যয় নিয়ে জনগনের আস্থা ও বিশ্বাসের কেন্দ্রবিন্দুতে নিজেকে রুপান্তরিত করতে কাজ করছেন জ্যোতিষ চন্দ্র রায়।

এসময় তিনি আরো বলেন দেশীয় ও বিদেশী কিছু চক্র দেশের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছে।জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালনার ক্ষেত্রে যারা দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করবে তাদেরকে প্রতিহত করা হবে।বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে যেন আবারও নৌকায় ভোট দেয়া হয় সেই লক্ষে চিরিরবন্দরের ১২টি ইউনিয়নে হাজারো মোটরসাইকেলে শান্তিপূর্ণভাবে শোভা যাত্রা করেন ।সেইসাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামীগের এখজন একনিষ্ঠ কর্মী হিসেবে মনোনয়ন প্রত্যাশা করেন।

Leave a Reply

     এই বিভাগের আরও খবর