আজ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

পরীমণির নতুন ইনিংস

ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণি। মা হওয়ার কারণে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন। এরই মাঝে একাধিক সিনেমায় যুক্ত হয়েছেন। এবার নতুন ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হলেন পরীমণি।

সোমবার (২ অক্টোবর) ফেসবুকে একটি ছবি পোস্ট করেন পরীমণি। তাতে দেখা যায়, চিত্রনাট্য হাতে হাস্যোজ্বল মুখে দাঁড়িয়ে পরীমণি। তার পাশে দাঁড়ানো নির্মাতা অনম বিশ্বাস। আর ক্যাপশনে পরীমণি বলেন, ‘দ্বিতীয় অধ্যায়। নতুন সূচনা। বিস্তারিত আসছে। আল্লাহ ভরসা।’

অনম বিশ্বাসের ওয়েব সিরিজে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন পরীমণি। তা জানিয়ে ‘দেবী’খ্যাত এই পরিচালক গণমাধ্যমকে বলেন, ‘কিঙ্কর আহসানের লেখা ‘রঙিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে নির্মিত হবে ওয়েব সিরিজটি। সবকিছু ঠিক থাকলে দ্রুতই শুটিং শুরু হবে। ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ সিরিজটি মুক্তি পাবে।

Leave a Reply

     এই বিভাগের আরও খবর