স্ত্রী’র পরকিয়ায় বাধা দেওয়ায় হত্যার হুমকি’র প্রতিবাদে স্বামী কামাল হোসেন কালা’র “সংবাদ সন্মেলন”

বেনাপোল প্রতিনিধিঃ

স্ত্রী’র পরকিয়ায় বাধা দেওয়ায় হত্যার হুমকি’র প্রতিবাদে “সংবাদ সন্মেলন” করেছেন বেনাপোল পৌরসভাধীন ৬নং ওয়ার্ড ভবারবেড় গ্রামের বাসিন্দা মোঃ কামাল হোসেন কালা ও তার বৃদ্ধা মা। স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে “সংবাদ সন্মেলন”টি অনুষ্ঠিত হয় বেনাপোল রেলওয়ে স্টেশন রোডস্থ “সীমান্ত প্রেসক্লাব বেনাপোল” কার্যালয়ে।

বৃহস্পতিবার(৩১ আগষ্ট) বেলা ১টার দিকে অনুষ্ঠিত “সংবাদ সন্মেলন”এ কালা বলেন,”আমি একজন শ্রমজীবি মানুষ। ২০০১ সালে বিবাহের পর বিবাদি স্ত্রী রিপা খাতুন(৩৬) আমার সাথে সংসারকালীন সময় তার গর্ভে একটি কণ্যা ও একটি পুত্র সন্তানের জন্ম হয়। এভাবেই আমাদের সংসার জীবণ কেঁটে যায়। গরীবের সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনতে ২০১৬ সালে স্ত্রী,পুত্র, কণ্যা ও আমার বৃদ্ধা মা রিজিয়া বেগম কে রেখে আমি পার্শ্ববর্তী দেশ ভারতে যাই। কিন্তু অবৈধভাবে সে দেশে যাওয়ায় কপালগুনে সেখানকার পুলিশের হাতে আমি ধরা পড়ি,সে দেশের বিচারিক আদালত আমাকে ৫ বছর জেল-জরিমানা দেয়”।

“আমি জেলে থাকা অবস্থায় সংসার খরচ বাবদ বন্ধুদের নিকট থেকে ধার-দেনা করে আমার স্ত্রী’র নিকট টাকা পাঠাতে থাকি। “হাজতবাস” শেষে ২০২১ সালের জুন মাসে আমি দেশে ফিরে আসি। ভারতে থাকা অবস্থায় আমার অনুমতি ছাড়াই বিবাদি আমার মেয়েকে রাজধানী ঢাকার এক ছেলের সাথে বিবাহ দেয়। কিন্তু ২০২১ সালেই তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। দেশে ফিরে আমি আমার মেয়েকে বাগেরহাট জেলার বাসিন্দা মহিবুল্লাহ নামের এক ছেলের সাথে পুণরায় বিবাহের ব্যবস্থা করি”।

অপরদিকে,”আমি বাড়িতে আসার পর আমি এবং আমার স্ত্রী সন্তান একই বাড়ীতে বসবাস করিলেও বিবাদি রিপা খাতুন প্রায়শই অপরিচিত একাধিক পুরুষ মানুষ নিয়ে আলাদা রুমে রাত্রী যাপণ করতো। বিষয়টি নিয়ে তাকে নিষেধ করলে বিবাদি আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং হত্যার হুমকি দিয়ে আসছে। এ ছাড়াও সে প্রায়শই “আবাসিক হোটেল” এবং পর পুরুষের সাথে তাদের বাসা বাড়ীতে রাত্রী যাপণ করতো”।

“বিবাদি রিপা খাতুন আমার বাড়ীতে অবস্থান করে তার পরকিয়ায় লিপ্ত ব্যাক্তিগণের সহায়তায় আমাকে খুন-জখম করতে পারে বা যে কোন ধরনের ক্ষতিসাধন করতে পারে এই মর্মে গত ২৯ আগষ্ট/২০২৩ ইং তারিখ বিবাদি রিপা খাতুনের বিরুদ্ধে একটি “অভিযোগনামা” এবং একটি “তালাকনামা” বেনাপোল পোর্টথানায় উপস্থাপণ করি”।

বর্তমানে আমার স্ত্রী,কণ্যা,জামাই আমার বাড়ীতে প্রবেশ করতে দিচ্ছে না,বাধ্য হয়ে আমাকে অন্যত্র রাত্রী যাপণ করতে হচ্ছে। রিপা খাতুন পরকিয়া ছাড়াও সে একজন চিহ্নিত মাদক বিক্রেতা। আমার বাসায় বসে সে “ফেন্সিডিল” সহ বিভিন্ন প্রকার মাদক বিক্রয় করে আসছে। এ সব কাজে বাধা দিতে গেলে আমার বৃদ্ধা মা রিজিয়া বেগমকে বেধড়ক মারপিট করে,খাওয়ার অভাবে তাকে অর্ধাহারে-অনাহারে দিন কাটাতে হচ্ছে”।

এমতাবস্থায়,এ সব বিষয়ে প্রতিকার চেয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহনী”র হস্তক্ষেপ কামনায় “সংবাদ সন্মেলন” এ আকুতি জানান মোঃ কামাল হোসেন কালা।