দেবহাটা প্রতিনিধি: অভিযান চালিয়ে নিয়মিত মামলার তিন আসামীকে গ্রেপ্তার করেছে দেবহাটা থানা পুলিশ। শুক্রবার ভোররাতে দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই গোলাম আযম, এসআই লালচাঁদ আলী, এসআই গিয়াস উদ্দীন ও এএসআই আব্দুর রহিমের নের্তৃত্বে পুলিশ সদস্যরা খুলনা জেলার কয়রা উপজেলার উত্তর বেদকাশি, খিরোল এবং দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে পুলিশ সদস্যরা তাদেরকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন, ৪৫৭/৩৮০ পিসি ধারায় ৫ জুন দেবহাটা থানায় দায়েরকৃত মামলার ( নং- ০৪) আসামী উত্তর বেতকাশির মৃত মিজানুর রহমান মোল্যার ছেলে মেহেদী হাসান বুলবুল (২৩) ও পাশ্ববর্তী খিরোল গ্রামের মোহাম্মদ আলী গাজীর ছেলে রাকিবুল ইসলাম মামুন (২৩) এবং ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ারস্ এ্যাক্টের ১৫(৩)/২৫-ডি তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইন (সংশোধনী/২০০২) এর ৪/৫/৬ ধারায় দায়েরকৃত মামলার আসামী দক্ষিণ পারুলিয়ার মৃত আকিবুদ্দিনের ছেলে গোলাম রব্বানী (৬৫)। গ্রেপ্তার পরবর্তী বিচারার্থে এসকল আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি মো. বাবুল আক্তার।
You must be logged in to post a comment.