বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো:
আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীসহ ৪ আসামীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে আশাশুনি থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম (পিপিএম) এর নেতৃত্বে এসআই গাজী নূর নবী, এসআই মুহিতুর রহমান, এসআই নূর হোসেন খাঁন, এএসআই সোহেল শেখ অভিযান চালিয়ে নিয়মিত মামলা ৩৫(০৫)২৩ এর আসামী আদালতপুর গ্রামের আজিজ গাজীর ছেলে আকবর হোসেন ওরফে সাদ্দাম হোসেন, সিআর পরোয়ানা ১৯২/২০ এর সাজাপ্রাপ্ত আসামী শ্রীধরপুর গ্রামের শাহমত আলী সানার ছেলে নুর আলী সানা ও নাঃ শিঃ পরোয়ানা ২৩৯/১০,৩৩৯/১০ এর আসামী মনিপুর গ্রামের মোকছেদ ঢালীর ছেলে রবিউল ইসলামকে গ্রেফতার করেন। অপরদিকে এএসআই মারুফ কবির পৃথক অভিযানে বেউলা গ্রামের মৃত মোহর আলী গাজীর ছেলে ইবাদুল ইসলামকে বেউলা এলাকা থেকে ১০০ গ্রাম গাঁজা সহ হাতেনাতে আটক করেন। এব্যাপারে থানায় নিয়মিত মামলা নং-৭(৮)২৩ রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের আসামীদের শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
You must be logged in to post a comment.