আজ ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

নাগেশ্বরীর কচাকাটায় পুলিশের মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত।

নাগেশ্বরী প্রতিনিধি : কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে কচাকাটা থানা চত্বরে পুলিশ সদস্যদের কর্মরত পুলিশ সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করণে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ২৭ জুলাই বৃহস্পতিবার দুপুরে মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মোর্শেদুল ইসলাম, কচাকাটা থানার অফিসার ইনচার্জ বিশ্বদেব,জেলা পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা: আক্তারুজ্জামান,ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: উম্মে কুলসুম,জেলা ট্রাফিক পুলিশের টিআই বানিউল আনাম প্রমুখ।

Leave a Reply

     এই বিভাগের আরও খবর