আজ ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

ঝিনাইদহে পাটক্ষেত থেকে গলাকাটা লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের আড়ুয়াকান্দি গ্রামের পাটক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তার বয়স আনুমানিক ৩০ বছর। ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম জানান, পাটক্ষেতে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তিনি আরও জানান, ২-৩ দিন আগে তাকে হত্যা করা হতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত করছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানায়, মরদেহের ২০ গজের ভিতরে পাটক্ষেতের আইলের পাশে বেশ কিছু সিগারেট, বিস্কুটসহ অন্যান্য সামগ্রী পড়ে ছিল। এ থেকে ধারণা করা হচ্ছে, নারীঘটিত কোনো কারণে কিংবা নেশাসংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যা করা হতে পারে। এদিকে খবর পেয়ে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান, সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানাসহ পুলিশ ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করছেন। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, আলামত দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে নারীঘটিত কোনো কারণে তাকে হত্যা করা হতে পারে।

Leave a Reply

     এই বিভাগের আরও খবর