মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলা বাশুয়াড়ী গ্রামে মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে দুলাভাই কর্তৃক শালীকে বাড়ি ছাড়া করা ঘটনার মিমাংসা করা হয়েছে। শনিবার সকালে এলাকাবাসী ও মানবাধিকার ফাউন্ডেশনের যশোর জেলা থেকে আগত কর্মকর্তাদের উপস্থিতিতে এই মিমাংসা অনুষ্ঠিত হয়। এর আগে গত ১০মে বাশুয়াড়ী গ্রামের হাবিবুর মোল্লার স্ত্রী মিনি বেগমের সাথে বড় বোনের স্বামী গফফার মোল্লার সাথে পারিবারিক বিরোধ সৃষ্টি হয়, এবং মিনি বেগম ও তার স্বামীকে জীবন নাশের হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেয় দুলাভাই গফফার। সেই থেকে ভুক্তভোগী ঐ নারী একই গ্রামের মালেক মোল্লার বাড়িতে আশ্রয় নিয়ে বিষয়টি মিমাংসা করার জন্য এলাকাবাসীদের দ্বারে দ্বারে ঘুরে বেড়ানোর একপর্যায়ে যশোর মানবাধিকার ফাউন্ডেশনের দ্বারস্থ হয়ে দুলাভাই গফফারের বিরুদ্ধে অভিযোগ করেন। ঐ নারীর অভিযোগ পেয়ে, মানবাধিকার ফাউন্ডেশনের তদন্ত টিমের কর্মকর্তাবৃন্দ সরেজমিনে এলাকায় এসে উভয়কে একত্রিত করে আলোচনার মাধ্যমে বিষয়টি লিখিত শর্তে আপোষ মিমাংসা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মানবাধিকার ফাউন্ডেশনের যশোরের প্রেসিডেন্ট এ্যাডভোকেট রুহিন বালুজ, আইনজীবী নুরুজ্জামান কাসেম, আইনজীবী মুক্তাদিরুল মুক্তার, আইনজীবী ফিরোজ আহমেদ রানা, আইনজীবী মুজিবুর রহমান, আইনজীবী শহিদুল ইসলাম, আইনজীবী কিশোর কুমার, আইনজীবী গোলাম হেকমত আলী, মনির হোসেন এবং সাংবাদিক কামাল ও রবিউল ইসলাম প্রমুখ। মিমাংসা শেষে উভয়ের হাতে আপোষ মিমাংসা পত্র হস্তান্তর করা হয়।
You must be logged in to post a comment.