বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার নওয়াপড়া ইউনিয়নের হাদিপুর শাহী পাঞ্জেগনা মসজিদ গতকাল সোমবার যোহরের নামাজ ও মিলাদ শরীফের মধ্যমে উদ্বোধন করা হয়েছে। যোহরের নামাজে ইমামতি করেন, মাওঃ আবু সাইদ। উক্ত মসজিদের জমিদাতা ও প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহিরুল হাসানের সার্বিক ব্যবস্থাপনায় নামাজ ও মিলাদ শরীফে উপস্থিত ছিলেন, কালিগঞ্জ উপজেলার নলতা পাক রওজা শরীফের খাদেম আলহাজ্জ মোঃ আব্দুর রাজ্জাক, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের এ্যাডহক কমিটির সদস্য সচিব আলহাজ্জ ডাঃ নজরুল ইসলাম, সদস্য মোঃ শফিকুল আনোয়ার রঞ্জু, মসজিদের ইমাম হাফেজ রুহুল কুদ্দুস, মুয়াজ্জিন জিন্নাত আলী, সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম, সাংবাদিক ফারুক হোসেন, সাংবাদিক ইব্রাহিম খলিল, শিক্ষক আলমগীর কবিরসহ শিক্ষক, ব্যবসায়ী ও বিভিন্ন পর্যায়ের মুসুল্লিবৃন্দ। মিলাদ শরীফের শেষপ্রান্তে দোয়া পরিচালনা করেন, মাওঃ আবু সাইদ।
You must be logged in to post a comment.