আজ ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

কালিগঞ্জ প্রেসক্লাবে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি :: মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহ্বানের প্রতি সংহতি জানিয়ে অন্যান্য বছরের ন্যায় এবার পবিত্র মাহে রমজানে ইফতার পার্টির আয়োজন না করে কালিগঞ্জ প্রেসক্লাব দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে। সোমবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাবে এই ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ আবদুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং অসহায় ব্যক্তিবর্গের মাঝে ইফতার সামগ্রীর প্যাকেট তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আজাহার আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, রিপোর্টার্স ক্লাবের সভাপতি, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য, রোকেয়া মুনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্যাহ, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উজ্জীবনী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক গাজী মিজানূর রহমান, কালিগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক সনৎ কুমার গাইন, নলতা প্রেস ক্লাবের সভাপতি আহাদুজ্জামান আহাদ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল প্রমুখ। এ সময় প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ সাদেকুর রহমান, যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, দপ্তর সম্পাদক শেখ মাহবুবুর রহমান সুমন, সদস্য আফজাল হোসেন, জিএম মামুন, জামাল উদ্দীন, আবদুল মাজিদ, ফজলুল হক, মোঃ শের আলী, আবদুস সালাম. মাসুদ, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কালিগঞ্জ ব্যুরো শেখ শরিফুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠান থেকে অতিথিবৃন্দ ৫৫ জন দরিদ্র অসহায় নারী ও পুরুষের মাঝে ইফতার সামগ্রী হিসেবে ছোলা, খেজুর, চিড়া, সিমাই, চিনি ও মুড়ি সম্বলিত একটি করে প্যাকেট বিতরণ করেন। পবিত্র রমজান মাসে নিজেদের সামর্থ অনুযায়ী অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য আমন্ত্রিত অতিথিবৃন্দ কালিগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটিসহ সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জানান।

Leave a Reply

     এই বিভাগের আরও খবর