বিশেষ প্রতিনিধি ॥ কালিগঞ্জ প্রেসক্লাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল গতকাল ৭ এপিল ১৫ রমজান শুক্রবার বসন্তপুর রিভার ড্রাইভ ইকো পার্কে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাাবের সভাপতি শেখ আব্দুল হামিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আজাহার আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেন, উপসহকারী প্রকৌশলী শাহছুল আলম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার আলমগীর হোসেন, জনতা ব্যাংকের সিনিয়র অফিসার রাজু আহমেদ, কালিগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক সনৎ কুমার গাইন, বিশিষ্ট আইনজীবী জাফরুল্লাহ ইব্রাহিম, মিলিনিয়াম ইলেক্ট্রনিক্সের স্বত্ত্বাধিকারী সঞ্জয় কুমার ঘোষসহ ক্লাবের সদস্যবৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. মোজাহিদুল ইসলাম।
You must be logged in to post a comment.