বিশেষ প্রতিনিধি ॥ কালিগঞ্জে সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট মৎস্য অধিদপ্তরের আওতায় ক্লাস্টার ভূক্ত চিড়িং চাষীদের এ্যাডভান্সড টেকনিক্যাল ট্রেনিং ফর ইমপ্রুভড ক্লাস্টার গ্রুপ মেম্বর‘স বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ও বাগদা চিড়িং চাষীদের ক্লাস্টার পরিদর্শন করা হয়েছে। মৎস্য অধিদপ্তর, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রনালয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে শুক্রবার বেলা ১০টায় উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের কুকাডাঙ্গা গ্রামে বাগদা চিংড়ি চাষীদের ক্লাস্টার পরিদর্শন ও পাঁচ দিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পাদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ আব্দুল কাইয়ুম। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদার পরিচালনায় প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তর ঢাকার সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট এর প্রকল্প পরিচালক ড. আব্দুল আলিম, খুলনা বিভাগীয় উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান, এমসিএমএফপি ঢাকার উপ-প্রকল্প পরিচালক মনিষ কুমার মন্ডল ও সরোজ কুমার মিস্ত্রী প্রমুখ। অনুষ্ঠানে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা, সাংবাদিক, বাগদা চিড়িং চাষী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.