আজ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বেনাপোল পাঁচুয়া বাওরে পানির উপর প্রথম বৈচিত্র্যময় উড সান রেস্টুরেন্ট উদ্বোধন

ভোজন বিলাসী মানুষগুলোর কথা ভেবে নতুন মাত্রা নিয়ে বেনাপোলে উদ্বোধন হলো (উড সান) রেস্টুরেন্ট।

বৃহস্পতিবার (১৬ মার্চ)বিকাল ৪টার সময় বেনাপোল বাজার সংলগ্ন,২নং,ওয়ার্ড নামাজগ্রাম পাচুয়ার বাওড় লেকে এই রেস্টুরেন্টটি আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন যশোর ৮৫/১ শার্শা আসনের এম,পি শেখ আফিল উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন,বেনাপোল পৌর আওয়ামীলগের সাধারন সম্পাদক নাসির উদ্দদিন,যশোর জেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদিকা মোছা শামিমা আলম সালমা,শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, বেনাপোল পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টু ও সাধারণ সম্পাদক মো কামাল হোসেন, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো ইকবাল হোসেন রাসেল প্রমুখ।

উড সান চাইনিজ রেস্টুরেন্টের স্বত্বাধিকার বেনাপোল পৌর সভার (১ নাং) ওয়ার্ড,সাবেক কাউন্সিলর মো আহাদুজ্জামান বকুল সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। (

উড সান সানরেস্টুরেন্টের স্বত্বাধিকারী আহাদুজ্জামান বকুল বলেন,আমরা এখানে মানসম্মত খাবার সরবরাহ করার চেষ্টা করবো। আমাদের এখানে যে কোন অনুষ্ঠানের খাবার সরবরাহ করার ব্যবস্থা রয়েছে। সঠিক ভাবে ব্যবসা পরিচালনা করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

Leave a Reply

     এই বিভাগের আরও খবর