সুমন সরদার: গতকাল শনিবার বাংলাদেশ সেলফোন রিপেয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন (প্রস্তাবিত) বাণিজ্য সংগঠন আইন-২০২২ এর (৩ ধারা) মোতাবেক রীট-২৯৮/২২ রায় অনুসারে ছাড়পত্র মোতাবিক সাধারণ সভার আয়োজন করা হয়।
সাধারণ সভায় সকলের মতামতের ভিক্তিতে সংঘ স্বারক, সংঘবিধি চুড়ান্ত খসড়া ও মনোয়ারুল ইসলামকে আহবায়ক এবং মো. হাজবুল আলম জুলিয়েটকে মহাসচিব করা হয়।
সাধারণ সভায় সংগঠনের নেতৃবৃন্দরা জানান, আমাদের বাংলাদেশ সেলফোন রিপেয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন সংগঠনটি সেলফোন রিপেয়ার টেকনিশিয়ানদের কারিগড়ি দক্ষতার উন্নয়ন, মেরামত পেশার অপব্যবহার রোধে সরকার ও আইন-শৃংক্ষলা বাহিনীকে সর্বাতক সহযোগিতা প্রদান করেব। গ্রাহক সেবার মান নিশ্চিত করবে। বেকার সমস্যা সমাধানে দক্ষ জনশক্তি রুপান্তর করে ডিজিটাল বাংলাদেশ নির্মানে কাজ করবে।
You must be logged in to post a comment.