আজ ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

রাজারহাটে মাসব্যাপী ভলিবল প্রশিক্ষণের সমাপনী ও ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

মো: রেজাউল করিম রেজা
রাজারহাট উপজেলা প্রতিনিধি
রাজারহাট, কুড়িগ্রাম
:-

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিনস্থ ক্রীড়া পরিদপ্তরের ব্যবস্থাপনায় বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২২-২০২৩ এর আওতায় জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে গত ১১ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারী ২০২৩, বিকেল ৩.০০ ঘটিকায় রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে, মাসব্যাপী ভলিবল প্রশিক্ষণের মাধ্যমে তরুন প্রতিভাবান খেলোয়াড় সৃষ্টির লক্ষে এই প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন। রাজারহাট উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় মাসব্যাপী ভলিবল প্রশিক্ষণে ৪৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন এবং প্রশিক্ষণের সমাপনী দিনে খেলোয়াড়দের ৪টি দলে বিভক্ত করে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি এবং প্রত্যেক খেলোয়াড়কে সার্টিফিকেট প্রদান করা হয়।
জেলা ক্রীড়া কর্মকর্তা আকরাম হোসাইনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলার পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি। বিশেষ অতিথি মো: আশরাফ-উজ-জামান সরকার উপজেলা মাধ্যমিক শিক্ষা কমকর্তা রাজারহাট, মো: আশিকুল ইসলাম (সাবু) ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, মো: আশরাফুল ইসলাম প্রধান শিক্ষক রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়, মো: রুহুল আমিন সহকারি প্রধান শিক্ষক রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়।
ভলিবল প্রশিক্ষনের প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন মো: রেজাউল করিম রেজা যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা ক্রীড়া সংস্থা রাজারহাট ও সহকারি প্রশিক্ষক মো: জাহিদ হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

     এই বিভাগের আরও খবর