মোঃ আইয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে ৭০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ একাধিক মামলার আসামী নূরনবী (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার অস্ত্রসহ একাধিক মামলার আসামী নূরনবী বেনাপোল গয়ড়া গ্রামের তফেল উদ্দীন আউলিয়ার ছেলে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তার বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গয়ড়া গ্রামের কাচা রাস্তার উপর হতে ৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ একাধিক মামলার আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
Leave a Reply
You must be logged in to post a comment.