সোহারাফ হোসেন সৌরাভ, সাতক্ষীরা প্রতিনিধি :
আওয়ামী লীগ সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবী বাস্তবায়ন এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মহাসচির মিজা ফকরুল ইসলাম আলমঙ্গীর ও মির্জা আব্বাসসহ নেতৃবৃন্দের মুক্তির দাবীতে সাতক্ষীরায় গন মিছিল করেছে জেলা বিএনপি। আজ শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সাতক্ষীরা জেলা বিএনপি এই বিক্ষোভ মিছিল করে। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আব্দুর রউফ, যুগ্ম আহবায়ক তারিকুল হাসান ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিনের নেতৃত্বে শহরের নিউমার্কেট সংলগ্ন মাওয়া চাইনিজ রেষ্টুরেন্ট এলাকা থেকে মিছিলটি বের হয়ে তুফানকোম্পানী মোড়ে এসে শেষ হয়। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আবুল হাসান হাদী, মাসুম বিল্লাহ শাহীন, জেলা কৃষক দলের নেতা আহসানুল কাদির, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সোহেল আহম্মেদ মানিক, জেলা ছাত্রদলের সভাপতি সজিব ও সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলাম চন্দন প্রমূখ। মিছিল শেষে নেতা-কর্মীরা তুফানকোম্পানী মোড় এলাকায় শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও বেগম খালেদা জিয়ারমুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবীসহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে পুলিশ আসার পূর্ব মুহুর্তে তারা কর্মসূচী সমাপ্ত ঘোষনা করেন।
You must be logged in to post a comment.