মোঃ আইয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্রতিনিধি : মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে যশোরের শার্শার কাশিপুর সীমান্ত এলাকার অসহায় গরীব ও দুস্থদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শুক্রবার সীমান্তের কাশিপুর হাইস্কুল মাঠে ৩৫৫ গরীব ও অসহায় মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফ্রি মেডিক্যাল ক্যাম্প এর শুভ উদ্বোধন করেন যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী।
লে. কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা এই ক্যাম্প পরিচালনা করা হয়। ক্যাম্পেইনে পুরুষ-৯৫ এবং নারী-২৬০ জনসহ মোট ৩৫৫ জন জনসাধারণকে এ সেবা প্রদান করা হয়েছে। যথাযথ সর্তকতামূলক ব্যবস্থা গ্রহণ করে এ ক্যাম্প পরিচালনা করা হয়। সকল সেবা গ্রহীতার মাঝে প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
You must be logged in to post a comment.