মোঃ আইয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শার কাশিপুরে মহান বিজয় দিবস উপলক্ষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্মৃতিসৌধে গার্ড অব অনার, পুষ্পমাল্য অর্পন, দোয়া ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বেনাপোলে উৎসব ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিজয় দিবস পালিত হয়।
ভোরে বেনাপোল কাগজপুকুর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ বিএনপিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। শার্শা উপজেলা প্রশাসনের পক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও কবুতর উড়িয়ে বিজয় দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। গার্ড অব অনার গ্রহন করেন তিনি।
পরে বিজয় দিবসের মনমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শিত হয়। সর্বস্তরের মানুষ বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।
You must be logged in to post a comment.