মোঃ আইয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মহান বিজয় দিবসে বীরশ্রেষ্ট নূর মোহাম্মদ শেখের স্মৃতিস্তম্ভে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলার কাশিপুরে অবস্থিত বীরশ্রেষ্ট ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের স্মৃতিস্তম্ভে শুক্রবার সকালে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী।
এরপর পুষ্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ সময় বীরশ্রেষ্ঠের পরিবারের সদস্যগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে বীরশ্রেষ্ঠের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত ব্যক্তিবর্গের মাঝে তবারক বিতরণ করা হয়।
You must be logged in to post a comment.