আজ ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

শার্শায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মোঃ আইয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্রতিনিধি যশোরের শার্শায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২২ উদযাপন উপলক্ষে দোয়া, আলোচনা সভা ও মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনিক ভবন সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পালের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া, সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সভাপতি ও আনন্দ টেলিভিশনের বেনাপোল প্রতিনিধি মোঃ আইয়ুব হোসেন পক্ষী, চ্যানেল এস টিভির প্রতিনিধি জসিম উদ্দিন, গ্লোবাল টেলিভিশনের প্রতিনিধি রাসেল ইসলাম, দৈনিক ভোরের পাতা পত্রিকার প্রতিনিধি তামিম হোসেন সবুজ, দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি আশরাফুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

Leave a Reply

     এই বিভাগের আরও খবর