আজ ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

বাস, মিনিবাস মালিক সমিতির সভাপতি আবু আহমেদকে দেবহাটা প্রেসক্লাবের অভিনন্দন

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস মালিক সমিতির নির্বাচনে বিপুল ভোটে পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাত বারের নির্বাচিত সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদকে অভিনন্দন জানিয়েছে দেবহাটা প্রেসক্লাব।
শনিবার দিনভর বাস, মিনিবাস মালিক সমিতির নির্বাচনে সুষ্ঠুভাবে ভোটগ্রহন শেষে ফলাফল ঘোষনার পর সন্ধ্যায় দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কর্মরত সকল গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে অধ্যক্ষ আবু আহমেদকে বিজয়োত্তর শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
উল্লেখ্য, অধ্যক্ষ আবু আহমেদ ১৬৩ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাইফুল করিম সাবু পেয়েছেন ১১৭ ভোট।

Leave a Reply

     এই বিভাগের আরও খবর