কম সুন্দর ভালো


মোঃ জাবেদুল ইসলাম

অধিক সুন্দর নয়’রে ভালো,
কম সুন্দর ভালো।
কম সুন্দর এর মাঝে আছে,
ভোরের ঊষার আলো।
অধিক সুন্দর লাগছে ভালোই,
মনের সুন্দর কালো।
কম সুন্দর ছড়িয়ে দেয়,
ঝলমলে তার আলো।
অধিক সুন্দর লাগছে ভালোই,
গাম্ভীর্য আর ডেমাক তাতে যত।
কম সুন্দর হাসি ফোটানোর,
জ্যোসনা চাঁদের আলোয়।