আজ ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

কম সুন্দর ভালো


মোঃ জাবেদুল ইসলাম

অধিক সুন্দর নয়’রে ভালো,
কম সুন্দর ভালো।
কম সুন্দর এর মাঝে আছে,
ভোরের ঊষার আলো।
অধিক সুন্দর লাগছে ভালোই,
মনের সুন্দর কালো।
কম সুন্দর ছড়িয়ে দেয়,
ঝলমলে তার আলো।
অধিক সুন্দর লাগছে ভালোই,
গাম্ভীর্য আর ডেমাক তাতে যত।
কম সুন্দর হাসি ফোটানোর,
জ্যোসনা চাঁদের আলোয়।

Leave a Reply

     এই বিভাগের আরও খবর