মোঃ রেজাউল করিম রেজা, রাজারহাট :-(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ রাজারহাট থানা পুলিশের একটি চৌকুশ দল মাদক বিরোধী বিশেষ অভিযানের ভিত্তিতে ৩৫ বোতল ফেনসিডিল ও ৪০ বোতল স্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল্লাহিল জামান এর নেতৃত্বে রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নে মৃত আবুল কাশেমের ছেলে শফিকুল ইসলাম (৪৫) নিজ বাড়ির শয়ন কক্ষে অভিযান চালিয়ে ৩৫ বোতল ফেনসিডিল ও ৪০ বোতল সিরাপ স্কাফসহ শফিকুলকে হাতেনাতে গ্রেফতার করেন।
গোপন সূত্রের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯.০০ ঘটিকায় এ অভিযান পরিচালনা করেন থানা কর্মকর্তা।
এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল্লাহিল জামান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে এবং বিজ্ঞ আদালতে চালান প্রদান করেছেন। অভিযান চলতে থাকবে।
You must be logged in to post a comment.