মোঃ আইয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্রতিনিধিঃ- ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে বেনাপোল ভবারবেড় পশ্চিম পাড়ায় আব্দুল্লাহ ফুটবল টুর্নামেন্ট এর উদ্যোগে মিনি নাইট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) রাতে রেল স্টেশন সংলগ্ন মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বেনাপোল পৌর ছাত্রলীগ ফুটবল একাদশকে ট্রাইবেকারে ৩-২ গোলে পরাজিত করে নাভারণ ফুটবল ক্লাব চ্যাম্পিয়ন হয়। খেলায় নকআউট ভিত্তিতে আটটি দল অংশগ্রহণ করেন৷
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বেনাপোল নুর ইসলাম ফুটবল একাডেমীর প্রধান কোচ ও জাতীয় দলের সাবেক খেলোয়াড় সাব্বির হোসেন পলাশ।
ফুটবল খেলাটি সভাপতিত্ব করেন সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সভাপতি ও আনন্দ টেলিভিশন ও দৈনিক কল্যাণ এর বেনাপোল প্রতিনিধি মোঃ আইয়ুব হোসেন পক্ষী৷
এসময় প্রধান অতিথি সাব্বির হোসেন পলাশ বলেন, যুব সমাজকে খেলাধূলার প্রতি আগ্রহী করে তাদেরকে রক্ষা করতে হবে। যুবসমাজকে রক্ষা করতে পারে একমাত্র ক্রীড়া জগত। তাই বেশি বেশি করে খেলাধূলার আয়োজন করতে হবে।
খেলা পরিচালনা করেন মোঃ ইয়াসিন ও মোঃ ইয়ানুর। মনোমুগ্ধকর এই ফুটবল খেলায় ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন মোঃ মিন্টু রহমান ও মো: নজরুল ইসলাম ৷ প্রতিযোগিতার প্রথম পুরস্কার ছিল ৬ হাজার টাকা । খেলায় ম্যান অব দ্যা সিরিজ মনোনীত হন বিজয়ী দলের স্ট্রাইকার সৌরভ হোসেন।
You must be logged in to post a comment.