মোঃ আইয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্রতিনিধিঃ- স্থলবন্দর বেনাপোলে সমাজ কল্যান সংস্থার উদ্যোগে শেখ কামাল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট জাকজমকপূর্ণ ভাবে শুভ উদ্বোধন অনুষ্ঠান বেনাপোল বলফিল্ড মাঠে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৭ অক্টোবর বিকাল ৩টার সময় ঐতিহ্যবাহি বেনাপোল ফুটবল মাঠে ৮টি দলের সমন্বয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া এই ফুটবল টুর্নামেন্টের প্রথম খেলা ও শুভ উদ্বোধন অনুষ্ঠান ঘোষনা করেন।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সমাজ কল্যাণ অফিসার তৌহিদুর রহমান, বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান,বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল,উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, যশোর জেলা মহিলা যুবলীগের সাধারন সম্পাদিকা সালমা আলম, বেনাপোল পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহাতাব উদ্দীন, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাদীপুর ওয়ার্ড কাউন্সিলর আহাদুজ্জামান বকুল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, ঢাকা কেন্দ্রীয় কমিটি’র সদস্য ফারুক হোসেন উজ্বল।
বেনাপোল সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ জুলফিকার আলী মন্টু, সাধারন সম্পাদক কে এম সানোয়ার হোসেন রিমন ও যুগ্ম সাধারন সম্পাদক উজ্জ্বল বিশ্বাস প্রমুখ।
উদ্বোধনী খেলায় আদিয়া স্পোর্টিং বেনাপোল ১-০ গোলে পানিসারা ফুটবল একাদশ ঝিকরগাছার বিপক্ষে জয়লাভ করেন।
ফুটবল টুর্নামেন্টের মিডিয়া পার্টনার ছিলেন সীমান্ত প্রেসক্লাব বেনাপোল, নিউজ ঝিকরগাছা ও সান নিউজ
You must be logged in to post a comment.