এইচ.এম.সাইফ উদ্দীন আল-আজাদ :-
জাতিসংঘ ঘোষিত বিশ্ব অহিংস দিবস ২০২২ উপলক্ষে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির উদ্যোগে ১ অক্টোবর ২০২২ শনিবার সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডাঃ কামরুল আহসান খাঁন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস,বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সভাপতি মুফতী মাসুম বিল্লাহ নাফিয়ী ও নাগরিক কমিটির মহাসচিব প্রফেসর ফজলে এলাহী প্রমুখ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাগরিক কমিটির সভাপতি সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক।
You must be logged in to post a comment.