আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :-
টাঙ্গাইলের মধুপুরের ফাজিলপুর গ্রামে গ্রাম বাংলার ঐতিহ্যের হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় আজাদ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় হাসিল কাগচিতলা টেকিপাড়া দলকে হারিয়ে ফাজিলপুর দুর্গাপুর বালিয়াচড়া মির্জাপুর দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আজাদ স্পোর্টিং ক্লাব মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলাটি হাজার হাজার দর্শক উপভোগ করেন।
খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত কর্ণেল আসাদুল ইসলাম আজাদ। প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু। বিশেষ অতিথি ছিলেন মধুপুর পৌরসভার মেয়র মো. সিদ্দিক হোসেন খান। অন্যান্যের মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার আব্দুল গফুর মন্টু, মির্জাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান সাদিকুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন। উক্ত খেলাটি পরিচালনা করেন মধুপুর পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর মো. রায়হান মিয়া।
You must be logged in to post a comment.