আজ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

দেবহাটায় শিক্ষা সপ্তাহ ও মেধা অন্বেষণ প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিভিন্ন প্রতিযোগীতা এবং সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে এসকল বিজয়ীদের হাতে পুরষ্কার স্বরূপ সম্মাননা ক্রেষ্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেয়া হয়। এদের মধ্যে জাতীয় শিক্ষা সপ্তাহের চারটি গ্রুপের ১৩টি ক্যাটাগরিতে ৫২ জন শিক্ষার্থী এবং আরও ২০ জন শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে ৭২ জনকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র দেয়া হয়। পাশাপাশি সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগীতায় তিনটি গ্রুপের পাঁচটি বিষয়ে পনেরো জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট সনদপত্র ও নগদ অর্থ তুলে দেয়া হয়।
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহজাহান প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার আলহাজ্ব মিজানুর রহমান।

Leave a Reply

     এই বিভাগের আরও খবর