আজ ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

কবিতা: নোডশিডিং (আঞ্চোলিক ভাষায় লিখেছি

মোঃ ইমরান হুসাইন ইমু

গ্রাম থুয়ে নাজদানী ডাহা আইলাম খাইটে খা’র জন্যি!
নাইতদিন খাইটে আইসে এট্টু আরাম করে শোবো,
তা ব্যারামের কারেনের দন্নি সব বন্দো অইয়ে যাইতেচ, নোডশিডিং (আঞ্চোলিক ভাষায় লিখেছি

যশোরের নুরো দেহালাম ঐ ফেচবুহি বেলান্ত নিকতেচ,
কারেন যাইতেচ আর আসতেইচ আবার কচ্চে কারেনে নাহি মিচকল দিতেইচ, কওদি যাবো কনে??

নুরো সন্দ্যেইস সুমাই ফোন দিয়ে কচ্চে দাদা তুমি তো ডাহা থাহো ডাহায় তো উন্নয়নের জর বচ্চে তা কারেন কিরাম থাকতেইচ?

কলাম নুরোদা উন্নয়নের জর বতি বতি আজ দশদিন দইরে কুলুতি পারতিচনে!

বহুত কস্টোর মদ্যি যাতিচ খাইটে খাতি,

কারেনে যা কোরতেইচ তা মোটেও কুলুইনে যাতেইচ না।

এহোন যদি দেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনা সবদিরি নজরের সাতে সাতেও কারেনের দিরি এট্টু নজর দিতো তালি এট্টু স্বস্তি পাতাম!

মাননীয় প্রধান মন্ত্রী কতিচ কি ঈদি তো সব বন্দো থাকপে কারেনডা যেদি ঠিক মতো দিয়ার নিদ্দেশ দেন তালি মেলা বালো অবে।

০৪/০৭/২০২২ খ্রিঃ
ভুল ত্রুটি ক্ষমা মার্জনীয়।

Leave a Reply

     এই বিভাগের আরও খবর