প্রেস বিজ্ঞপ্তিঃ ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট এসোসিয়েশন রেজিঃ নং খুলনা ২০৪৬ এর ত্রি-বার্ষিক নির্বাচন লক্ষ্যে ৯টি পদের বিপরীতে ১৮ টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে।
আগামী ২৬/০৫/২০২২ তারিখ ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট এসোসিয়েশনের নির্বাচন। এই নির্বাচন কে সামনে রেখে ০৯/০৫/২০২২ তারিখ মনোনয়নপত্র বিক্রয়ের দিন ধার্য ছিল। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সর্বমোট ৯টি পদের বিপরীতে ১৮ টি মনোনয়নপত্র বিক্রি হয়। এবিষয়ে প্রধান নির্বাচন কমিশনার মোঃ আশরাফুর রহমান জানান, ভোমরা সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের নির্বাচন তফসিল অনুযায়ী আজ ০৯/০৫/২০২২ তারিখ ছিল মনোনয়নপত্র বিক্রয়ের দিন। তফসিলের তারিখ ও সময় অনুযায়ী যথা স্থানে মনোনয়নপত্র বিক্রয় করা হয়। সময় শেষে ৯টি পদের বিপরীতে ১৮ টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে।
You must be logged in to post a comment.