মোঃ রেজাউল করিম রেজা, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ আন্তর্জাতিক শ্রমিক দিবস যা সচরাচর মে দিবস নামে অভিহিত। প্রতি বছর পয়লা মে তারিখে বিশ্বব্যাপী উদযাপিত হয়, এরেই ধারাবাহিকতায় কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় অদ্য ০১ মে/২০২২ইং রোজ-রবিবার সকাল ১১ ঘটিকায় সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বাসদ রাজারহাট উপজেলা শাখা এবং “ছ”মিল শ্রমিক ইউনিয়ন আয়োজিত মহান মে দিবসে র্যা লি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যা লিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। অন্যতম বাসদ নেতা রিপন পারভেজ মে দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন- শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনসমূহ যাতে তাদের ন্যায্য অধিকার পায় সে ব্যাপারে সবাইকে স্বোচ্ছার ভুমিকা রাখার দাবি করেন। এসময় আরো বক্তব্য রাখেন কমলাকান্ত, তাহেরুল, জবির, আশরাফসহ অন্যান্য নেত্রীবৃন্দ।
You must be logged in to post a comment.